
প্রকাশিত: Mon, Aug 21, 2023 11:28 PM আপডেট: Sun, May 11, 2025 11:59 PM
[১]আমাদের নিশ্চিহ্ন করার লড়াই থেকে বিএনপি এখনো বিরত হয়নি: কাদের
রাশিদুল ইসলাম: [২] জিয়া পরিবারের কাকে আওয়ামী লীগ নিশ্চিহ্ন করেছে এমন প্রশ্ন রেখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের কেউ আমরা হত্যার রাজনীতি করি না। ২১ আগস্ট গ্রেনেড হামলার ১৯তম বার্ষিকী স্মরণে সোমবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ আয়োজিত সভায় তিনি এ কথা বলেন।
[৩] বিএনপির সমালোচনা করে তিনি বলেন, আজকে বিদেশিদের তারা বলে, আওয়ামী লীগ জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করতে চায়। কীভাবে? খালেদা জিয়া এতিমের অর্থ আত্মসাতের অপরাধে জেলে গেছে। দিনের পর দিন, মাসের পর মাস মামলায় হাজিরা দেয়নি। বিলম্বিত বিচার তারাই করেছে। খালেদা জিয়ার জেল হয়েছে। আজকে তিনি জেলের বাইরে আছেন। মির্জা ফখরুলকে বলি, আপনাদের আন্দোলনের ফসল না শেখ হাসিনার উদারতা? আপনাদের কোনো আন্দোলন, এমনকি ৫০০ লোকের একটা মিছিলও খালেদা জিয়ার জন্য আমরা দেখিনি। কে তাকে হত্যার ষড়যন্ত্র করছে!
[৪] আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমরা যারা শেখ হাসিনার কর্মী তাদের চোখে আজ স্বজন হারানোর বেদনা। অশ্রু ঝরে। আজ আমি বিএনপি নেতাদের একটা মিথ্যাচারের জবাব দিতে চাই। ৭৫এর আগস্টে কে হামলা করেছে জবাব দিন। শিশু রাসেল, অবলা নারী বেগম মুজিব, গোটা পরিবারকে নিশ্চিহ্ন কারা করেছে? জিয়াউর রহমান তার রাজনৈতিক উচ্চাভিলাষ ও ক্ষমতার মোহ পূর্ণ করতে বঙ্গবন্ধু পরিবারকে নিশ্চিহ্ন করেছে। ১৫ আগস্টের ধারাবাহিকতায় তেসরা নভেম্বর আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতে জেলখানার ভেতরে চারনেতাকে হত্যা করা হয়েছে।
[৫] তিনি আরও বলেন, বাংলাদেশের পতাকাকে উড্ডীন রাখতে, মুক্তিযুদ্ধের আদর্শকে সমুন্নত রাখতে বিএনপিসহ তার দোসর, অপশক্তি বাংলার মাটিতে এদেরকে আমাদের রুখতে হবে। এদেরকে প্রতিরোধ করতে হবে, প্রতিহত করতে হবে। এদেরকে পরাজিত করতে হবে রাজনৈতিক আন্দোলনে। এদের পরাজিত করতে হবে নির্বাচনী লড়াইয়ে।
[৬] ওবায়দুল কাদের বলেন, এই অপশক্তি, এই খুনী, এই দুর্নীতিবাজ, এই অর্থপাচারকারী, ভোট চোর অপরাধী চক্র স্বাধীন বাংলাদেশের মাটিতে এদের কোনো অধিকার নেই রাজনীতি করার। এই দেশ তারা চায় না। তাদের দেশ পাকিস্তান। তাদের দেশ আফগানিস্তান। বাংলাদেশ তাদের হৃদয়ে নেই, হৃদয়ে পাকিস্তান। বাংলাদেশ যদি তাদের হৃদয়ে থাকতো, আজকে এত সব ঘটনা তারা ঘটাতে পারতো না। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
আরও সংবাদ
[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন
[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের
[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের
[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল
[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি
[১]জামায়াত নিষিদ্ধ নিয়ে মির্জা ফখরুল বললেন, স্বৈরাচার সরকাররা এ ধরনের সিদ্ধান্ত নেয়

[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন

[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের

[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের

[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল

[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি
